আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বন্যপ্রাণী সংরক্ষণে বাউফলে গণসচেতনতামূলক সভা

বন্যপ্রাণী সংরক্ষণে বাউফলে গণসচেতনতামূলক সভা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২১ , ৩:০৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বন্যপ্রাণী সংরক্ষণে পটুয়াখালীর বাউফলে গন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ধানদী ফাযিল মাদ্রাসা মিলনায়তনে স্থানীয় সেভ দি বার্ড এ্যান্ড বি নামে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষা বিষয়ক সংগঠনের সহোযোগিতায় ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই সভার আয়োজন করে। এতে মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে খুলনা বনঅধিদপ্তরের বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মু. মফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. হারুন-অর-রশিদ খান, সাংবাদিক অতুল চন্দ্র পাল, মঞ্জুর মোর্শেদ, এবিএম মিজানুর রহমান, অহিদুজ্জামান সুপন, জসীম উদ্দিন, মুজাহিদুল ইসলাম, সেভ দি বার্ড এ্যান্ড বি’র পচিালক মন্ডলির একজন এমএ বশার প্রমূখ বক্তৃতা করেন। সভায় সেভ দি বার্ড এ্যান্ড বি’র পরিচালক মন্ডলীর অপর একজন কামারুজ্জামান শিমুলসহ স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ’ লোকজনের উপস্থিতিতে ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষায় দেশি প্রজাতির পরিবেশ বান্ধব গাছে পরিকল্পিত বনায়ন ও পাখি, কিটপতঙ্গসহ সব ধরণের বন্য ও বিপন্ন প্রাণীদের বাঁচাতে বিভিন্ন বিষয় তুলে ধরে অনুকুল দৃষ্টি ভঙ্গি নিয়ে সকলের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।