আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৪ , ১২:৪২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সেপ্টেম্বরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও নিউ জিল্যান্ড। নিরপেক্ষ ভেন্যু ভারতের গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটি। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ৯ টি টেস্ট খেলেছে আফগানিস্তান। এর মধ্যে চলতি বছরেই খেলে ফেলেছে দুটি টেস্ট, সেপ্টেম্বরেই হতে যাচ্ছে তাদের তৃতীয় টেস্ট। আর নিউজিল্যান্ডের বিপক্ষে এটি তাদের প্রথম টেস্ট।
নিউজিল্যান্ড টেস্টের পরে অক্টোবরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে আফগানরা। অন্যদিকে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে কিউইরাও। নিউজিল্যান্ড ছাড়াও আফগানিস্তান এখনও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তারে বিপক্ষে টেস্ট খেলেনি। চলতি বছরের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সেটি তারা বাতিল করেছে।