Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ

কবিতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২১ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: সাহিত্য কথা


স্বয়ম্ভু : শেলী সেনগুপ্তা

আধখানা চাঁদ কোলে নিয়ে বসে আছি

যতবার আঁধার দেবে

ধুয়ে মুছে রেখে দেবো চাঁদের আলোয়,

 

ভাসতে ভাসতে পৌঁছে যাবো

কোনো এক অচিন দেশে,

মিছিলের তারস্বরে বলবো,

‘আমার কোনো জন্মদিন নেই,

আমার কোনো মৃত্যুদিন নেই,

শোকগাথাগুলো তোমার থাক

ছুঁয়ে আছি যাযাবর মেঘ’,

 

আধখানা সুখ কোলে নিয়ে বসে আছি

যতই ছুটে আসো

ষাঁড়ের শিং হয়ে সুখগুলো ফুঁড়ে দিতে

আমি ফড়িং হয়ে

বন্ধুতা চাইবো,

ষাঁড়ের শিং হোক ফড়িংয়ের সুখের সিংহাসন,

 

আমার কোনো জন্মদিন নেই

নেই কোনো মৃত্যুদিন,

ভেসে থাকি সাবলীল ছায়ায়,

বসে আছি আধখানা দুঃখ কোলে নিয়ে

চলমান রাস্তার মতো হাত নেড়ে ছুটে যাও,

গর্ভস্থ ভ্রƒণের দৌরাত্ম্যে

বেড়ে ওঠা দুঃখরা পিছু নেবে

বৈধ কিংবা অবৈধ সঙ্গমে

ওরা তোমারই ঔরসজাতÑ

আমার কোনো জন্ম নেই

নেই কোনো মৃত্যু,

স্বয়ম্ভু আমিÑ

চাঁদ, সুখ এবং দুঃখটুকু তোমারই থাক

আমার তো গৈরিক মন…

 

নদী : অনিন্দিতা তালুকদার

হিমবাহের গর্ভে জন্ম নিয়ে,

পর্বত সঙ্গী হলো;

ভীষণ খর বেগে,

আমার শৈশব পূর্ণতা পেল।

পাহাড় বক্ষ, কৈশোর প্রেমের বন্ধন,

চুম্বনের চিহ্ন আঁকে ললাটে;

আমি চিরন্তন নদী,

তাই! কালের স্রোতে বহি।

আমি ঢেউয়ের মতো ভাসি,

আবার আপনি জলে মিশি!

আমায় বাঁধবে!

এমন সাধ্য

কার?

অনন্ত যৌবন সুশোভিত,

বিস্মৃতি সহস্র কাল।

আমায় মিশবে যদি,

তুমি সাগর বিশাল হও!

নদীর স্রোত আপনি বেগে, সাগর পানে ধায়;

চিরন্তন সত্য সে যে,

সমুদ্রের অপেক্ষায়।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130