প্রকাশ হয়েছে রিয়েল আশিকের ‘হয়নি বলা ভালোবাসা’
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২১ , ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

দিনের শেষে প্রতিবেদক : নতুন বছরে প্রকাশ হয়েছে সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী রিয়েল আশিকের নতুন গান । গানটির শিরোনাম ‘হয়নি বলা ভালোবাসা’। গানটি লিখেছেন মোরশেদ ভূইয়া। সুর এবং মিউজিক করেছেন কন্ঠশিল্পী নিজেই। প্রকাশ হয়েছে রিয়েল আশিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান। মডেল হিসেবে ছিলেন- সিফাত ও নিহেকা।
এমনটাই জানালেন রিয়েল। বললেন, আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু করতে। নতুন গানটি নিয়েও চেষ্টা করছি। বাকিটা আপনাদের উপর। গানের কথা ও সুর খুবই সুন্দর। ভালো লাগলে গানটি দেখবেন এবং শেয়ার করবেন।