আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব তিউনিসিয়ায় প্রধানমন্ত্রীকে বরখাস্ত, পার্লামেন্ট স্থগিত

তিউনিসিয়ায় প্রধানমন্ত্রীকে বরখাস্ত, পার্লামেন্ট স্থগিত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২১ , ১২:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিশাম মেচিচিকে বরখাস্ত করা হয়েছে। করোনা মহামারি প্রতিরোধ ও অর্থনৈতিক দুরাবস্থার বিরুদ্ধে দেশটির বেশ কয়েকটি নগরীতে বিক্ষোভের পর প্রেসিডেন্ট পার্লামেন্ট স্থগিত ও প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার কথা ঘোষণা করেছেন। সূত্র: আল জাজিরা। বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তারা এটিকে ‘অভ্যুত্থান’ ও গণতন্ত্রের উপর আঘাত বলে উল্লেখ করেছেন। আবার অনেকে রাস্তায় নেমে এটিকে উল্লাসের মাধ্যমে উদযাপন করেছেন। এর আগে রোববার করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং দুর্বল অর্থনীতির বিরুদ্ধে তিউনিসিয়া জুড়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতা হয়। তিউনিসিয়া সরকারের জন্য এই সংকট মোকাবেলা বড় চ্যালেঞ্জ। যদিও ২০১৪ সালের সংবিধান দেশটির প্রেসিডেন্ট, প্রধানন্ত্রী ও সংসদের ক্ষমতাকে ভাগ করে দিয়েছে।

রোববার তিউনিসিয়ার রাষ্ট্রপ্রতি কাইস সাঈদ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলেছেন, অনেক মানুষ ভণ্ডামি দ্বারা প্রতারিত হয়েছেন। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আমি সতর্ক করে দিচ্ছি যে, যদি কেউ একটি গুলি করে তাহলে সশস্ত্র বাহিনী পাল্টা গুলি চালাবে। তিনি আরো বলেন, মানুষের শান্তি ফিরিয়ে আনতে ও দেশকে রক্ষা করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত ঠিক আছে।

তিউনিসিয়ার পার্লামেন্ট স্পিকার রাশেদ ঘান্নৌচি প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘বিপ্লব ও সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান’ উস্কে দেয়ার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ইন্নাহাদার সমর্থক ও তিউনিসিয়ার মানুষ বিপ্লবকে রক্ষা করবে। দশ বছর আগের বিপ্লব তিউনিসিয়ায় গণতন্ত্রের সূচনা করেছিল। আর তিউনিসিয়ার বিপ্লব ছড়িয়ে পড়েছিল ওই অঞ্চলের আরো অনেক দেশে।