আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডাচ বোলিং তোপে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান

ডাচ বোলিং তোপে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২৩ , ৫:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ডাচ বোলারদের সামনে কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। সেখান থেকে সৌদ শাকিল ও রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। অবশেষে সৌদকে ফিরিয়ে ১২০ রানের বড় জুটি ভাঙলেন ডাচ স্পিনার আরিয়ান দত্ত। এরপর রিজওয়ান নিজেও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৬৮ রানে বাস ডি লিডে বোল্ড হন পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার। স্কোরকার্ডে ৬ রান যোগ হতেই সাজঘরের পথ ধরল ইফতেখারও। ৩৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৮৮ রান। ৫ রানে আছেন নওয়াজ। এর আগে ওপেনার ফখর শুরুতে ১২ রান করে আউট হন। এরপর তিনে নামা অধিনায়ক বাবর ফিরে যান ৫ রান করে। পরেই ওপেনার ইমাম উল ১৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিওজয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক ও’ডাউড, কলিন আকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, তেজা নিদামানুরু, শাকিব জুলফিকার, লগান ফন বিক, রিওলফ ফন ডার মারউই, পল ফন মিরকেরান, আরিয়ান দত্ত।