আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় টিকা নেওয়ায় এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

টিকা নেওয়ায় এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা। আর সবার থেকে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। গতকাল বুধবার পর্যন্ত ঢাকা বিভাগের মোট ১৩টি জেলার ৮৮ হাজার ৮৩০ জন টিকা নিয়েছেন। অপরদিকে বরিশাল বিভাগের ছয় জেলার মোট ১৩ হাজার ২৮৪ জন টিকা নিয়েছেন।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ পর্যন্ত দেশের তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন, এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন ও নারী ৯১ হাজার ৩৪৩ জন। বুধবার পর্যন্ত টিকা নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগের ১১ জেলায় টিকা নিয়েছেন মোট ৭৭ হাজার ৯২৫ জন। তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগের আট জেলায় টিকা নিয়েছেন মোট ৪০ হাজার ৪৮৪ জন। চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। এ বিভাগের ১০ জেলায় টিকা নিয়েছেন মোট ৩৫ হাজার ৮৯০ জন। পঞ্চম অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। রংপুরের আট জেলায় টিকা নিয়েছেন মোট ৩২ হাজার ৮৭৬ জন। ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেট। সিলেট বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন মোট ৩১ হাজার ৯৮৯ জন। সপ্তম অবস্থানে রয়েছে ময়মনসিংহ। এ বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন মোট ১৬ হাজার ৪৯১ জন। অষ্টম ও সর্বশেষ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এই বিভাগের ছয় জেলায় টিকা নিয়েছেন মোট ১৩ হাজার ২৮৪ জন। দেশব্যাপী করোনার টিকা দেওয়ার চতুর্থ দিন বুধবার দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাজার ৭৬০ জন।
এ ছাড়া, ঢাকা মহানগরীর ৪৬টি টিকাদান কেন্দ্রে মোট ১৯ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে ১২ হাজার ৭৬৬ জন পুরুষ ও ছয় হাজার ৩৪৯ জন নারী রয়েছেন।