আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জাহিদ কাজীর কথায় কামরুজ্জামান রাব্বির গান

জাহিদ কাজীর কথায় কামরুজ্জামান রাব্বির গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ , ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  কবি ও সাহিত্যিক হিসেবে জাহিদ কাজীর পরিচিতি। এছাড়া পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা করেন। সেই ভুবনেও তার পদচারণা দীর্ঘ দিনের। সৃষ্টিশীল এসব কাজের ফাঁকে গানের খাতায়ও নাম লিখিয়েছেন জাহিদ কাজী। তার রচিত গীতিকবিতায় গান করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। সেই গান পেয়েছিল শ্রোতাদের প্রশংসা। এরপর ক্লোজআপ ওয়ান খ্যাত সাজুও গেয়েছেন জাহিদ কাজীর কথায়। ‘পুলসিরাত’ শিরোনামের সেই গানটিও প্রকাশ হয়েছে বেশ কিছু দিন আগে। এবার জাহিদ কাজীর কথায় নতুন গান নিয়ে হাজির হলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। গানটির শিরোনাম ‘ভালো হইয়া যা’। এর কথা লেখার পাশাপাশি সুরও করেছেন কবি জাহিদ কাজী। গানটির সঙ্গীতায়োজন করেছেন এ এইচ জীবন। দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

নতুন এই গান নিয়ে জাহিদ কাজী বলেন, ‘কবিতা চর্চার পাশাপাশি অনেক আগে থেকেই মাঝেমধ্যে সুযোগ পেলে গানও লিখি। তবে গান প্রকাশে আগে তেমন গুরুত্ব দেইনি। এখন এদিকেও নজর দিচ্ছি। সেই ধারাবাহিকতায় নতুন গানটি প্রকাশ হলো। চেষ্টা করেছি সুন্দর কিছু কথার সঙ্গে শ্রুতিমধুর সুরের সমন্বয় করতে। আশা করি কামরুজ্জামান রাব্বির কণ্ঠে এই গান শ্রোতাদের ভালোলাগার তালিকায় স্থান করে নেবে। জাহিদ কাজী জানান, তার লেখা ও সুরে আরো কিছু গানের কাজ চলছে। ধারবাহিকভাবে সেগুলোও প্রকাশ্যে আসবে। উল্লেখ্য, কবি জাহিদ কাজী একজন প্রতিশ্রুতিশীল কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই লেখালেখি করছেন তিনি। এ পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশ পেয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও।