আজকের দিন তারিখ ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জার্মানি থেকে ১২ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ১২ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২০ , ১:৫৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইউরোপে সেনা পুনঃমোতায়েনের অংশ হিসেবে জার্মানি থেকে ১২ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এমনটি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সেনা প্রত্যাহারকে কৌশলগত বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, জার্মানি থেকে সরিয়ে নেয়া সেনাদের মধ্যে ৬ হাজার ৪০০ জনকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে।আর বাকিদের ইতালি এবং বেলজিয়ামের মতো ন্যাটোভুক্ত দেশগুলোতে পাঠানো হবে ।
যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতিতে জার্মানি লাভবান হচ্ছে এই অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প গত ১৫ জুন জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা দেন।
সমালোচকরা বলছেন, জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কয়েকশ কোটি ডলার খরচ হবে। এছাড়া, ইউরোপে রাশিয়ার মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হবে।
রিপাবলিকান সিনেটর মিট রমনি এক বিবৃতিতে বুধবার বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মারাত্মক ভুল।