Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জওয়ানের ৮০০ কোটি পার

জওয়ানের ৮০০ কোটি পার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৩ , ৪:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছরের শুরুতে পর্দায় ফিরেন তিনি। তার এই রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন শাহরুখ।

গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে এই সিনেমা। মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু তৃতীয় দিনে ৪০ শতাংশ আয় বেড়েছে। চতুর্থ দিনে বক্স অফিসে তাক লাগিয়ে দেয় সিনেমাটি। তারপর তুলনামূলক আয় কমলেও বক্স অফিস রাজ করছে ‘জওয়ান’।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে ১২৯.৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১১০.৮২ কোটি রুপি, তৃতীয় দিনে ১২৪.৫৮ কোটি রুপি, চতুর্থ দিনে ১৪৯ কোটি রুপি, পঞ্চম দিনে ৬০ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে ৩৫.১১ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৬০৯.১১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮০২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130