আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল চুলের বৃদ্ধি বাড়ায় নিম

চুলের বৃদ্ধি বাড়ায় নিম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২০ , ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক :  যুগ যুগ ধরেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে নিম। খুশকি দূর করার পাশাপাশি চুলের বৃদ্ধি দ্রুত করতে এই ভেষজের জুড়ি নেই। চুল ঝলমলে করতেও সাহায্য করে নিম।

খুশকি দূর করতে

নিম পাতা পেস্ট করে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। নিয়মিত ব্যবহার করতে খুশকি দূর হবে।
চুলের বৃদ্ধি বাড়াতে
নারকেল তেলে নিম পাতা দিয়ে ফুটিয়ে নিন। কুসুম গরম থাকা অবস্থায় চুলের গোড়ায় ম্যাসাজ করুন নিম অয়েল। সারারাত রেখে পরদিন ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
চুল ঝলমলে করতে
মুঠো ভর্তি নিম পাতা ফুটিয়ে নিন ৫ মিনিট। পানি ঠাণ্ডা হলে শ্যাম্পু শেষে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও কোমল হবে চুল।
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে
নিমের তেল চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও ৫ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।