Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গেইলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক রোহিত

গেইলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক রোহিত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৫, ২০২৩ , ৫:৩৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ছক্কা হাঁকিয়ে একের পর এক রেকর্ড ভেঙে চলছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এবার বিশ্বকাপে সর্বোচ ছক্কার রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পেছনে ফেললেন ভারতীয় অধিনায়ক। চলমান আসরের প্রথম সেমিফাইনালে এই কীর্তি গড়েন ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন গেইল। তার ৪৯টি ছক্কাই ছিল ওয়ানডে সংস্করণের আসরে সর্বোচ্চ ছক্কার তালিকায় শীর্ষে। আজ নিউ জিল্যান্ডের বিপক্ষে স্কোয়ার লেগের উপর দিয়ে ট্রেন্ট বোল্টকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে এই কীর্তি গড়েন চলতি আসরেই আরও কয়েকটি রেকর্ড গড়া রোহিত।

রোহিত শুধু সামগ্রিক রেকর্ডই ভাঙেননি, তিনি কোনো একক বিশ্বকাপ সংস্করণে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডো নিজের করে নিয়েছেন। এখানেও তিনি পেছনে ফেলেছেন গেইলকে। ২০১৫ বিশ্বকাপে গেইল সর্বোচ্চ ২৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। চলতি বিশ্বকাপে রোহিত সেটি ছাড়িয়ে ছক্কা মেরেছেন ২৭টি। আজ ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলেন রোহিত। বোল্টকে তৃতীয় ওভারে উড়িয়ে শুরু। এরপর পরের ওভারে সাউদিকে হাঁকান আরেক ছক্কা। পঞ্চম ওভারে বোল্টকে আরেক ছক্কায় হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন গেইলকে। ৬ নম্বর ওভারে স্যান্টেনারকে মাঠের বাইরে পাঠিয়ে বনে যান এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130