আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুলনার ৪ হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

খুলনার ৪ হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২১ , ১২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


খুলনা প্রতিনিধি : খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘন্টায় সোমবার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।
এর আগে, করোনায় গতকাল রবিবার (১৮ জুলাই) ২৪ জন, গত শনিবার (১৭ জুলাই) ১১ জন, গত শুক্রবার (১৬ জুলাই) ১৩ জন ও গত বৃহস্পতিবার (১৫ জুলাই) আরও ১৯ জন মারা যায়। গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার পাইকগাছার জাহানারা (৭৫), খালিশপুর এলাকার ফরিদ (৫৫), নড়াইল কালিয়ার দাউদ হোসেন (৭০), মাদারীপুর শ্রীনদী এলাকার সাহিদা বেগম (৭০), বাগেরহাট ফকিরহাট তৌহিদুজ্জামান (৫০), যশোর বাঘারপাড়ার সেলিনা (৫০)। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার খালিশপুর এলাকার পিয়ারা মজুমদার (৭১), বকুল রানী দত্ত (৭২) ও যশোর সদর নীলগঞ্জ জেবুন্নেসা (৭০)। আবু নাসের হাসপাতালে মারা গেছেন খুলনার দিঘলিয়ার সাজ্জাদুল কবির (৫৭), দৌলতপুর পাবলা মধ্যপাড়াড় খাদিজা বেগম (৫১) এবং খুলনা জেনারেল হাসপাতালে লবনচরা এলাকার রিজিয়া বেগম (৬২) করোনায় মারা গেছেন।
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমানে করোনা রোগী ভর্তি রয়েছেন ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন। খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘ্নটায় ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ১৬ জন, যশোরের একজন, গোপালগঞ্জ ও পিরোজপুরের একজনের করোনা শনাক্ত হয়।