আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ক্যান্সারাক্রান্ত আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

ক্যান্সারাক্রান্ত আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২১ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন। বুধবার দেশটির সরকার জানিয়েছে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি নিজের ৫৬ তম জন্মদিনের দুদিন পর মারা যান। জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর রয়টার্স এর।
প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে ওউতারা। বাকায়োকোকে ওউতারার সম্ভাব্য উত্তরসূরী বলে মনে করা হচ্ছিল।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন হামেদ বাকায়োকো। গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য বাকায়োকোকে ফ্রান্সে নেয়া হয়। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে জার্মানিতে স্থানান্তর করা হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ৮ মার্চ তার ৫৬তম জন্মদিন ছিল। উল্লেখ্য, ২০২০ সালের জুলাইয়ে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন হামেদ বাকায়োকো। পাশাপাশি তিনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বেও ছিলেন। বাকায়োকো একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। হঠাৎ তিনি রাজনীতিতে যুক্ত হন। পরে তিনি দেশটিতে চলা দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটাতে সক্ষম হন তিনি।