আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কিয়েভে ঋষি সুনাক, ৫০ মিলিয়ন ইউরো প্রতিরক্ষা সহায়তার ঘোষণা

কিয়েভে ঋষি সুনাক, ৫০ মিলিয়ন ইউরো প্রতিরক্ষা সহায়তার ঘোষণা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২২ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভে ঋষি সুনাক, ৫০ মিলিয়ন ইউরো প্রতিরক্ষা সহায়তার ঘোষণাজেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ঋষি সুনাক দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন সফর করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সফরে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তার জন্য ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শনিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যান। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ঋষি সুনাক জানান, ইউক্রেনের জন্য তিনি গভীরভাবে মর্মাহত। যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন ও যুক্তরাজ্য পরস্পরের শক্তিশালী মিত্র। এসময় যুক্তরাজ্য সব সময় ইউক্রেনের পাশে আছে বলেও আশ্বস্ত করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সফরের শেষে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘স্বাধীনতার জন্য লড়াইয়ের অর্থ কী, তা যুক্তরাজ্য বোঝে। আমরা পুরোপুরি ইউক্রেনের সঙ্গে আছি। ’ নতুন সহায়তা প্যাকেজ ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, ‘রুশ সেনাবাহিনী যখন স্থলভাগে পিছিয়ে পড়ছে, তখন তারা আকাশ থেকে নৃশংস গোলাবর্ষণ করছে। নতুন এই সহায়তায় ড্রোন হামলা প্রতিহত করার মতো অ্যান্টি-এয়ারক্রাফট গান এবং রাডারের মতো প্রযুক্তি থাকবে। ’ জানা গেছে, ৫০ মিলিয়ন ইউরোর প্রতিরক্ষা সহায়তার মধ্যে রয়েছে ১২৫টি বিমানবিধ্বংসী বন্দুক ও উচ্চ প্রযুক্তির রাডার এবং অ্যান্টি-ড্রোন ইলেকট্রনিক সরঞ্জাম।