আজকের দিন তারিখ ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল

করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২১ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার বিস্তার রোধে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। নানা উদ্যোগ সত্বেও নিয়ন্ত্রণে আসছে না এই রোগ। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু রোগীর সংখ্যা ২৯ লাখ ১ হাজার ১২৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৪২১ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৯৭৬ জন।

মহামারি করোনায় এখন পর্যন্ত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ২৪৩। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৮৪৯ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৩১। এর মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৬১। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৮৯২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮। এর মধ্যে ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।