আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কঠিন করে ম্যাচ জিতলো শ্রীলঙ্কা

কঠিন করে ম্যাচ জিতলো শ্রীলঙ্কা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২১ , ১১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দ্বিতীয় সারির ভারতের কাছে এরই মধ্যে ওয়ানডে সিরিজ খুঁইয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড়, তখনোই স্বস্তির জয় পেলো লঙ্কানরা। শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। যদিও জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ২৬ রানে চার উইকেট হারিয়ে জয় হাতছাড়ার সম্ভাবনাও তৈরি হয় ভারতীয় বোলিংয়ের কল্যাণে। শেষ পর্যন্ত অবশ্য রমেশ মেন্ডিস (১৫*) ও আকিলা ধনাঞ্জয়ের (৫*) দৃঢ়তায় শেষ হাসি হেসেছে লঙ্কানরা।
প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের ২২৬ রানের লক্ষ্য দেয় ভারত। বৃষ্টি আইনে ৪৭ ওভারে সেই লক্ষ্য তাড়া করতে নেমে চলতি সিরিজেই অভিষিক্ত মিনোদ ভানুকা ( ৭) দলীয় ৩৫ রানে সাজঘরে ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে ভানুকা রাজাপক্ষকে নিয়ে ওপেনিংয়ে নামা আভিস্কা ফার্নান্ডো ১০৯ রানের জুটি গড়েন। ওই জুটিতেই জয়ের ভিত পায় স্বাগতিকরা। রাজাপক্ষ ৫৬ বলে ১২ চারে ৬৫ রান করে আউট হন। অন্যদিকে ফার্নান্ডো আউট হন ৭৬ রানে। ম্যাচসেরাও হন তিনি। ৯৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ফার্নান্ডো নিজের ইনিংসটি সাজিয়েছেন। এই দুই ব্যাটসম্যানের ইনিংসের ওপর ভর করেই শ্রীলঙ্কা ৪৮ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে। এছাড়া চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ২৪ রান। ভারতীয় বোলারদের মধ্যে রাহুল চাহার সর্বোচ্চ তিনটি উইকেট নেন। ম্যাচের গতিপ্রকৃতি রোমাঞ্চকর হয়ে দাঁড়ায় তার বোলিংয়েই! এছাড়া চেতন সাকারিয়া দুটি উইকেট নিয়েছেন। এর আগে টস জিতে ব্যাটিং করে ভারত। কিন্তু প্রবীণ জয়াবিক্রমা ও আকিলা ধনাঞ্জয়ার বোলিং তোপে ৪৩.১ ওভারে ২২৫ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন পৃথ্বী শ। এছাড়া সাঞ্জু স্যামসন ৪৬ ও সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস। ধনাঞ্জয়া ৪৪ রানে তিনটি এবং জয়াবিক্রমা ৫৯ রানে সমসংখ্যক উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন দুষ্মন্থ চামিরা।