আজকের দিন তারিখ ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ওস্তাদ সঞ্জীব দে আর নেই

ওস্তাদ সঞ্জীব দে আর নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২১ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ওস্তাদ সঞ্জীব দে আর নেই। গতকাল রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগীতগুরু। বিষয়টি নিশ্চিত করেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। তিনি বলেন, নয়াটোলার বাসায় অসুস্থবোধ করায় রাত ১১টার দিকে ধানমণ্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয় দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে। পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবন যাপন তার। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন। সেই ধারাবাহিকতায় সঞ্জীব দে’র সংগীতের পথচলা।
শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর থেকে শুরু করে চলতি প্রজন্মের অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তার হাত ধরেই। তার এই প্রস্থান বাংলা সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।