আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২১ , ২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবীতে পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।  সোমবার (১০ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেইল গেইট এলাকায় হামীম গ্রুপের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা আধাঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয় বলে দাবি করেন তারা। পুলিশ জানায়, হা-মীম গ্রুপের  একটি প্রতিষ্ঠান ঈদ উপলক্ষ্যে ৬ দিনের ছুটির ঘোষণা করে। পরে ১০দিনের বর্ধিত ছুটি দাবি করে বিক্ষোভে নামে শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বর্ধিত ১০ দিনের ছুটি দাবি করে আন্দোলনের নামে শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে আন্দোলন ত্যাগ করে বলে দাবি করেন তিনি।