আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আফগানিস্তান ছেড়েছেন বাইডেনের সেই ‘বিপদের বন্ধু’

আফগানিস্তান ছেড়েছেন বাইডেনের সেই ‘বিপদের বন্ধু’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২১ , ১২:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পরিবারসহ আফগান ভূখণ্ড ছাড়তে সক্ষম হয়েছেন আফগানিস্তানে জো বাইডেনের সাহায্যকারী এক আফগান দোভাষী। ২০০৮ সালে আফগানিস্তানের দুর্গম একটি এলাকা থেকে তৎকালীন মার্কিন সিনেটর জো বাইডেনকে উদ্ধারে সহায়তা করেছিল এ পরিবার। বিবিসি জানিয়েছে, আলোচিত ওই আফগান দোভাষীর নাম আমান খলিলি। তালেবান কাবুলের ক্ষমতা দখল করার পর গত আগস্ট মাস থেকেই আফগানিস্তান ছাড়তে চাচ্ছিলেন তিনি। ২০০৮ সালে এক তুষারঝড়ে বাইডেন এবং অন্য মার্কিন আইন প্রণেতাদের বহনকারী সামরিক হেলিকপ্টার আফগানিস্তানের তুষারাবৃত উপত্যকায় অবতরণে বাধ্য হয়। সেখানে অ্যাম্বুশের শিকার হওয়ার আশঙ্কা ছিলো। ওই সময় আমান খলিলিসহ মার্কিন সরকারের হয়ে কর্মরত আফগান কর্মীরা ওই গ্রুপটিকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন প্রতিনিধি বিবিসিকে জানান, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আফগানিস্তান ছাড়তে সক্ষম হয়েছেন আমান খলিলি। পরবর্তীতে পাকিস্তান থেকে তাদের ভ্রমণ শুরু করেছেন তারা।