আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২০ , ১:২৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে আগামী ২৪ ও ২৬ সেপ্টেম্বর বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটগুলো সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে ও ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে উড়ে আসবে বিমান। আগে নিবন্ধনকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে পারবেন।

২৪ সেপ্টেম্বরের রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২ হাজার ১৫০ সৌদি রিয়াল। আর ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার একমুখী ফ্লাইট যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২শ সৌদি রিয়াল। উভয় ফ্লাইটের যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। এছাড়া সাত কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন। নিবন্ধনকৃত যাত্রীদের টিকিট সংগ্রহ করতে নিকটস্থ সেলস অফিসে যোগাযোগের পরামর্শ দিয়ে বিমান।