আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল অল্প সময়ে পরিপাটি মেকআপ লুক

অল্প সময়ে পরিপাটি মেকআপ লুক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১:১০ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক :   অধিকাংশ সময় কর্মব্যস্ত দিন পার করতে হয় আমাদের। তারপরও এ ব্যস্ততার মধ্যে আমরা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। এর জন্য চাই খুব সুন্দর একটা মেকআপ লুক। এক্ষেত্রে আমাদের কিছু জিনিসের পরিবর্তন আনতে হবে মেকআপ সামগ্রীতে। যার ফলে সময় স্বল্পতার মাঝেও বাইরে যেতে পারবেন সুন্দর পরিপাটি হয়ে। আজকের আয়োজনে থাকছে কিভাবে অল্প সময়ে পরিপাটি মেকআপ লুক আনা যায় সে সর্ম্পকে বিস্তারিত।

মডেল : শ্রাবণী সিনহা

আপনি যদি খুব কম সময়ে নিজেকে সাজিয়ে নিতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাকে নজর দিতে হবে ঠোটের সাজের ক্ষেত্রে, হাতে যদি সময় কম থাকে তাহলে লিপস্টিক, লিপলাইনার ইত্যাদি বাদ দিয়ে শুধু লিপগ্লস ব্যবহার করুন। কারন এখন বাজারে বিভিন্ন রঙের গ্লিটার যুক্ত অথবা প্লেইন লিপগ্লস, লিপআইস ইত্যাদি খুব সহজেই কিনতে পাওয়া যায়। এটি অনেক সহজেই লাগানো যায়, আবার ঠোঁটে থাকেও অনেকক্ষণ। তবে কিছু জিনিসপত্র হাতের রাখা ভালো প্রতিদিনের ব্যবহারের জন্য। বড় ব্রাশ ব্যবহার করতে পারেন মেকআপ অথবা পাউডার লাগানোর জন্য। কারণ বড় ব্রাশ দিয়ে মেকআপ লাগানো যায় খুব তাড়াতাড়ি এবং ব্লেন্ড করতেও অনেক সুবিধা।

মডেল : শ্রাবণী সিনহা

এবার কথা বলা যাক চোখের ব্যাপারে, আপনি যদি আইলাইনার লাগাতে চান চোখে, তাহলে ব্যবহার করতে পারেন পেন্সিল লাইনার। এটি ব্যবহারে আছে অনেক সুবিধা। তবে সবচেয়ে ভালো হয় পেন্সিল কাজল ব্যবহার করা। কারণ এতে অপেক্ষা করতে হবে না চোখ শুকানোর জন্য। শুধু একটানে কাজল এঁকে দিলেই হবে। যদি মনে হয় পর্যাপ্ত সময় নেই সেক্ষেত্রে মাশকারা ব্যবহার করতে পারেন আইলাইনারের পরিবর্তে। এতে করে চোখ দেখতেও সুন্দর লাগবে আবার আপনার চোখের পাতা ভারী দেখাবে।

মডেল : শ্রাবণী সিনহা

 বাইরে বের হবার সময় আমরা ফেস পাউডার ব্যবহার করি। তবে এর পরিবর্তে ব্যবহার করতে পারেন ক্রিম ফাউন্ডেশন অথবা বিউটি ক্রিম। কারণ এতে সময় কম লাগে আবার ব্লেন্ড হয় অনেক সুন্দর ভাবে। আর এর সাথে হালকা বাদামি বা পিচ রঙের ব্লাশন দিতে পারেন। যার ফলে পরির্পূণ একটা মেকআপ লুক চলে আসবে।