আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২০ , ৬:২১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : অবশেষে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্তি পেলেন বলিউড গায়িকা কণিকা কাপুর। পঞ্চম টেস্টে তার শরীরে করোনা ভাই রাস পাওয়া যায়নি। তবে চিকিৎসকের পরামর্শে আপাতত হাসপাতালেই থাকতে হবে তাকে। গত ২০ মার্চ তার শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরপর চারবার টেস্ট করার পর ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকার করোনা পজিটিভ আসে। তবে শেষ পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি। কণিকা কাপুর প্রসঙ্গে তার চিকিৎসক ডা. আর কে ধীমান বলেন, কণিকার শরীরে ভাইরাসের আর কোনো লক্ষণ নেই। তার অবস্থা স্থিতিশীল। তিনি এখন স্বাভাবিকভাবেই খাচ্ছেন। তিনি আরও জানান, পরপর দুইবার কণিকার করোনার ফলাফল নেগেটিভ এলে তাকে সম্পূর্ণ বিপদমুক্ত ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত এই তারকার চিকিৎসা চলবে। গত ১১ মার্চ লন্ডন থেকে ভারত ফেরার পর ভারতের লখনৌতে কণিকার পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই সংগীতশিল্পী ভারত ফিরে শতাধিক মানুষের পার্টিতেও গান গেয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, লন্ডন থেকে ফেরার পথে বিমানবন্দরেই কেন তার পরীক্ষা করা হয়নি! তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।