আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বীর বাহাদুরকে হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে

বীর বাহাদুরকে হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে সিএমএইচ এ নেয়া হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১১টা ১০ মিনিটে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। এদিক জেলার ৭টি উপজেলায় সর্বশেষ ৯ জন আক্রান্তসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শিশুসহ ৪৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রয়েছেন। শনিবার রাত পৌনে ১১টায় কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রীর নমুনা বান্দরবান থেকে ঢাকায় পাঠানো হয়। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। সরকারের এই প্রথম কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, শারীরিক ও মানসিক, সব দিক দিয়ে পার্বত্যমন্ত্রী সুস্থ আছেন, তিনি সবার আশীর্বাদ কামনা করেন।