আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছায় যা বললেন কোহলি

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছায় যা বললেন কোহলি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২০ , ৭:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : উপস্থাপনাতেও অনন্য নজির স্থাপন করছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিজের লাইভ শোতে একের পর এক চমক উপহার দিয়ে চলেছেন তিনি। আড্ডায় জাঁদরেল ক্রিকেটারদের হাজির করছেন ড্যাশিং ওপেনার। সোমবার সম্ভবত ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় উপহার দিয়েছেন তামিম। এদিন তার লাইভ অনুষ্ঠানে আসেন বর্তমান বিশ্ব ক্রিকেটের নাম্বার ‘ওয়ান ব্যাটসম্যান’ বিরাট কোহলি। টাইগার বাঁহাতি ওপেনারের সঙ্গে প্রায় আধাঘণ্টা আড্ডা দেন তিনি। এই সময়ে নিজের উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা নিয়ে কথা বলেন ভারতীয় অধিনায়ক। আড্ডা শেষে বাংলাদেশের আপামর জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কোহলি। সবাইকে একসঙ্গে প্রার্থনারও আহ্বান করেন তিনি। অনুষ্ঠানের একেবারে অন্তিমলগ্নে তামিম বলেন, বিরাট ভাই– সামনে ঈদ আসছে, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেশের জনগণের উদ্দেশে আপনি কিছু বলবেন কি? প্রত্যুত্তরে কোহলি বলেন, হ্যাঁ! আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি– হ্যাপি ঈদ, ঈদ মোবারক। আমি মনে করি, সবাই পরিবারের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন। আপনারা এ সময়টা উপভোগ করুন। আমি বিশ্বাস করি, সব চ্যালেঞ্জ উপেক্ষা করে হাসি-খুশিতে ঈদ উদযাপন করতে পারবেন সবাই। এ সময় জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিনি বলেন, আশা করি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সবাই একসঙ্গে প্রার্থনা করুন। এখন একজন অপরজনকে আলাদা করে দেখার সময় নয়। এটি কী হচ্ছে, ওখানে কী হলো, তারা কী করছে– এসব আমলে নেয়া যাবে না। কারণ আমরা সবাই একই জায়গা থেকে এসেছি।