আজকের দিন তারিখ ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ফুটবল অঙ্গনেও চলছে তোলপাড়

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ফুটবল অঙ্গনেও চলছে তোলপাড়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২০ , ৮:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। মিনিয়াপোলিসে টানা বিক্ষোভ চলছে ষষ্ঠ দিনের মতোন। শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যু তাতিয়ে দিয়েছে ফুটবল অঙ্গনকেও। ফুটবলে স্থান নেই কোনও ধরনের বর্ণ বৈষম্যের। তাই প্রতিবাদের ঝড় উঠেছে বুন্দেসলিগাতে। গতকাল মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড ও প্যাডারবর্ন। ম্যাচটিতে ছিল সব কিছুই, গোল উৎসব আর ডর্টমুন্ডের ইংলিশ তারকা জ্যাডন সানচোর অসাধারণ সব কীর্তি। ডর্টমুন্ড ৬-১ গোলে জিতলেও সেসব ছাপিয়ে ম্যাচটি আলোচনায় ছিল ফ্লয়েডের জন্য ন্যায় বিচার চাওয়া নিয়ে। মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকেই প্রতিবাদের ঝড় সবখানে। তাকে স্মরণ করা হয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ-ইউনিয়ন বার্লিন ম্যাচেও। মেনশেনগ্লাডবাখের হয়ে গোলের পর হাঁটু গেড়ে উদযাপন করেছেন মার্কাস থুরাম।  তবে ডর্টমুন্ডের ম্যাচে পরিস্থিতি ছিল আরও উত্তপ্ত। ৫৪ মিনিটে থরগান হ্যাজার্ডের গোলের পর দ্বিতীয় গোলটি আসে সানচোর কাছ থেকে। ৫৭ মিনিটে নিজের প্রথম গোলের পরই জানা গেলো, ফ্লয়েডের মৃত্যু কতটা নাড়িয়ে দিয়েছে তাকে। প্রথম গোল করতে গিয়ে উদযাপন করেছে জার্সি খুলে। তখনই বুঝা গেলো এমন উদযাপনের মাহাত্ম্য। গায়ে পরা আরেকটি জামার বুকে লেখা ছিল- ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’। অবশ্য প্রতিবাদ জানাতে গিয়ে শাস্তিও মাথা পেতে নিয়েছেন তিনি। জার্সি খুলে উদযাপন করায় দেখতে হয়েছে হলুদ কার্ড।  ডর্টমুন্ডের ম্যাচে প্রতিবাদ ঝড় যেমন ছিল, সানচোর আগ্রাসনও ছিল সমানভাবে। যেন প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন গোল করাকেই। ৭৪ ও ৯০+১ মিনিটে আরও দুটি গোল করেছেন। ৮৫ মিনিটে হাকিমি ও ৮৯ মিনিটে শ্মেলজার বাকি দুটি গোল করলেও হ্যাটট্রিকের কীর্তিতে রেকর্ড বুকে নাম লেখা হয়ে গেছে ২০ বছর বয়সী সানচোর।  তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ৩১ বছরে ইউরোপীয় লিগে ওভারসিজ হ্যাটট্রিক করলেন ইংলিশ কোনও খেলোয়াড়। তার আগে ফরাসি লিগ ওয়ানে ১৯৮৯ সালে এমনটি করেছিলেন ব্রায়ান স্টেইন।