আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্রিকেটও বর্ণবাদ মুক্ত নয় বললেন গেইল

ক্রিকেটও বর্ণবাদ মুক্ত নয় বললেন গেইল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২০ , ৫:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আমেরিকায় পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা আরেকবার স্পষ্ঠ করে জানিয়ে দিল- বিশ্ব অনেক নতুন কিছু পেয়েছে, কিন্তু বর্ণবাদের থাবা থেকে আজো মুক্ত হতে পারেনি। বর্ণবাদ ছিল। এখনো আছে। বর্ণবাদের এই নিষ্ঠূরতা থেকে ক্রীড়াঙ্গনও মুক্ত নয়। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইলও মানছেন সেই বাস্তবতা। নিজের ইনস্টাগ্রামে জর্জ ফ্লয়েডের এমন মর্মান্তিক হত্যাকান্ড প্রসঙ্গটি উল্লেখ করে গেইল বলেন-‘ বর্ণবাদ শুধু ফুটবলে নয়, ক্রিকেটেও বর্ণবাদ আছে। আমি নিজেই এর শিকার হয়েছি।’ বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধের আহবান জানিয়ে ক্রিগ গেইল তার ইনস্টাগ্রামে লেখেন-‘কালোদের জীবনও বাকিদের মতোই। কৃষ্ণাঙ্গদের বোকা মনে করা বন্ধ করেন। কালোরাও এই জগতেরই। তাদেরকেও গননায় রাখতে হবে। দূর হোক সকল বর্ণবাদ। আমি নিজে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। শুধুমাত্র গায়ের রং কালো হওয়ার কারণে আমাকেও অনেক বর্ণবাদী মন্তব্যে শুনতে হয়েছে। এটা অনেক লম্বা তালিকা। বর্ণবাদ শুধু ফুটবলে নয়, ক্রিকেটেও আছে। বর্ণবাদের এই কুৎসিত চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। কালো শক্তির প্রতীক। কালো গর্বের অংশীদার।’ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে পুরো আমেরিকায় এখন বিক্ষোভের ঝড় বইছে। প্রতিদিনই আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিলের খবর পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় লুটতরাজের ঘটনাও ঘটেছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে হাজারো মানুষ গত কয়েকদিন ধরে এই প্রতিবাদে অংশ নিচ্ছেন।