আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি অভিযানের নামে গ্রেপ্তার বাণিজ্য চলছে : খালেদা

অভিযানের নামে গ্রেপ্তার বাণিজ্য চলছে : খালেদা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৮:৪৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Khaladaকাগজ অনলাইন প্রতিবেদক: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বাণিজ্যে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় তিনি দাবি করেন, অভিযানে এ পর্যন্ত তার দলের প্রায় দুই হাজার ২০০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টান্যাশনাল কনভেনশন সেন্টারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘সন্ত্রাস দমনের নামে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার। ক্ষমতায় টিকে থাকতেই এসব জেনে বুঝে করছেন শেখ হাসিনা।’

এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের সমালোচনা করে তিনি বলেন, ‘এই অভিযানের মাধ্যমে পুলিশ গ্রেপ্তার বাণিজ্য করছে। মানুষকে হয়রানি করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপির দুই হাজার ২০০জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

দেশে সম্প্রতি সময়ে হত্যাকাণ্ড ও খুন-গুমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীকে দায়ী করেন বিএনপি চেয়ারপারসন।

ইফতার পূর্ব সময়ে খালেদা জিয়া বিভিন্ন টেবিল ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার আব্দুর রউফ, খোরশেদ আলম রাজু, খালেদ চৌধুরী পাইন, মাহমুদ হাসান, কাইউম, মহিউদ্দিন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ডা. জেড এম জাহিদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মোস্তাফিজুর রহমান ইরান, খোন্দকার গোলাম মোর্ত্তজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ িছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া, মহাসচিব জাকির হোসেন ইফতারে অংশ নেন।